মালদা

মালদা জেলায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মৃত দুই, আহত বেশ কয়েকজন

মালদা জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি। শহরের ইংরেজবাজারের ঝলঝলিয়া এলাকায় গাছ পরে আহত বেশ কয়েকজন। মৃত দুই। দেওয়াল চাপা পরে মৃত এক। মৃতার নাম অনুপ সাহা। বাড়ি উত্তর ২৪ পরগনার গাই ঘাটার বাসিন্দা। সে রথবাড়ি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো। এদিন ঝড়ে সে দেওয়াল চাপা পরে গুরুত্বর আহত হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিনের এই ঝড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন আম চাষিরা। সেই সঙ্গে বিদ্যুৎ ইন্টারনেট পরিসেবা ব্যহত হয়েছে। জেলার বিস্তৃর্ণ এলাকা বিদ্যৎহীন। অন্যদিকে গাছ পরে রেল কলোনী এলাকার বাসিন্দা অনিমা ঘোষ মারা যান। সে এদিন টোটো করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে কংগ্রেস নেতা তথা কাউন্সিলার নরেন্দ্র নাথ তিওয়ারি জানান, ঝড়ের সময় রেল কলোনির এক বাসিন্দা অনিমা ঘোষ টোটো করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঝলঝলিয়া এলাকায় একটি গাছ প্রচন্ড ঝড়ের কারনে ওই টোটোর উপর ভেঙে পড়ে। ফলে ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ওই মহিলার। যদিও রেলের লোকজন সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। যদিও ঘটনায় অন্যান্য আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঝড়ের দাপটে গাছে নিচে চাপা পড়ে অপর একজন মহিলা মারা যায়, এই বিষয়ে হংসগিরি লেনের এক বাসিন্দা জানান, মৃত ওই মহিলার বাড়ি হংসগিরি লেনে। তার একটু এদিক সেদিক ঘোরার নেশা আছে। সেই মতো এদিনও সে বের হয়। তারা ফোন মারফত জানতে পারে। এসে দেখি ঝড়ে গাছের নিচে চাপা পড়ে সে মারা গেছে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/L3_YzN7GK3U